Showing posts with label প্রিয় লিরিক্স. Show all posts
Showing posts with label প্রিয় লিরিক্স. Show all posts

Friday, 10 July 2015


তবু মনে রেখো যদি দূরে যাই চলে ।
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব
প্রেমজালে । যদি থাকি কাছাকাছি,
আছি না আছি--
দেখিতে না পাও ছায়ার মতন তবু মনে রেখো ।।
একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে ,
যদি জল আসে আঁখি পাতে , তবু মনে রেখো ।
ছলোছলো জল নাই দেখা দেয়
একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে-- মনে রেখো । যদি পড়িয়া মনে
তবু মনে রেখো ।।
নয়নকোণে--


- রবীন্দ্র

আশার মেঘেদের কোলে, বৃষ্টি স্বাধীন হলে
চিরচেনা বরষায়, সহজাত কৌশলে..
ভিজুক আমার এই দেহ, ভেসে যাক সন্দেহ
স্বপ্ন যে আনমনেও আজ জলের অতলে...

Wednesday, 8 July 2015


একলা একা প্রজাপ্রতি 

ভুলে যায় ওড়ার কথা
ডানায় তার ভর করেছে
বিষণ্ণ এক নীরবতা
কি যে শুন্য শুন্য লাগে তুমিহীনা
হৃদয় হারায় চেনা ঠিকানা.... 
কতটা আছ জীবন জুড়ে 
সে তো তুমি জানো না


কত আশা ছিল কত ছিল যে গান
কত হাসি ছিল কত অভিমান
সূর্য জ্বলা এই সকাল আমার
আধারেই সবই গেল ঢাকি......
কেন আশা বেঁধে রাখি.


বৃষ্টি দেখে অনেক কেঁদেছি,
করেছি কতই আর্তনাদ,
দু:চোখের জলে ভাসাবো বলে
তোমাকে আজ কাঁদাবো বলে 
মেঘের ডানায় পাঠিয়ে দিলাম 
আমি হাজার বর্ষা রাত.

কালো যমুনাতে যাও গো রাধে
কাহারও টানে....
যারও লাগি অঙ্গ জ্বলে 
সে কি জানে


এমন বিধান এই দুনিয়ার 
হয়না হিসাব দুঃখ ব্যথার
যাহার বেদন সেই গো জানে
না বোঝে কেউ আর..

Sunday, 5 July 2015


মেঘ ঝরে ঝরে বৃষ্টি নামে
বৃষ্টির নাম জল হয়ে যায়,
জল উড়ে উড়ে আকাশের গায়ে,
ভালোবাসা নিয়ে বৃষ্টি সাজায়.
ইচ্ছেগুলো ভবঘুরে হয়ে
চেনা অচেনা হিসেব মেলায়,
ভালোবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাক রোদের আশায়.
ইচ্ছে হলে ভালোবাসিস
না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ
গাঙচিল....


আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরে আসি
আমি ভালবাসার যন্ত্রণা কেই অধিক ভালবাসি.....
আমায় ধরে বেঁধে রাখে এমন সে নীড় কই
আমার জলছবিতে রং মেলাবে এমন আবির কই

যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে আঙুল রেখে যায়
যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়
সারা বেলা বন্ধ জানালা....


তুমি না লেখা কোন কবিতার যেন অনেক বলা কথা
তুমি দগ্ধ দিনের পরে নীল রাতের নীরবতা
তুমি না পাওয়া যন্ত্রণা আজ আমার গেছে সয়ে
তুমি এসেই চলে গেছ শুধু ভোরের স্বপ্ন হয়ে


আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত 
আমি হেঁটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব 
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রং
ছুঁয়ে জোছনার ছায়া


আমার কাজের মাঝে মাঝে
কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে
আমায় পরশ করে... 
প্রাণ সুধায় ভরে
তুমি যাও যে সরে
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাড়িয়ে থাকো

কারো কারো চোখে সুখের জল,
কারো কারো ঠোটেঁর কোনায় হাসি,
বড় ভালোবাসি।।
কারো একা ক্লান্ত প্রহর গোনা,
কারো শুধু রঙিন স্বপ্ন গোনা,
তাও ভালোবাসি।।

কেউ লিখছে না প্রিয় কবিতা,
কেউ অাকঁছে না ছবি-
কেউ বলছে না হাতটা বাড়িয়ে 

একটি বার- শুধু ভালোবাসি

"কেনো আসিলে ভালবাসিলে
দিলেনা ধরা জীবনে যদি
বিশাল ও চোখে মিশায়ে মরু
চাহিলে কেনো গো বেদরদি

ছিনু অচেতন আপনা নিয়ে
কেনো জাগালে আঘাত দিয়ে
তব আঁখি জল, সে কি শুধু ছল
এ কি মরু হায় নহে জলধি |"


হারানো দিন বুঝি আসিবে না ফিরে

মন কাঁদে কেনো স্মৃতিরও তীরে
তবু মাঝে মাঝে আশা জাগে কেনো
আমি ভুলিয়াছি ভোলেনি সে যেনো
গোমতীরও তীরে
পাতারও কুটিরে
আজও সে পথও চাহে সাঝেঁ . . . . .